03/14/2025 বাংলাদেশের জন্য নেদারল্যান্ডস-জিম্বাবুয়েও শক্তিশালী
স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২২ ০৪:১৬
স্পেশাল করেসপন্ডেন্টঃ অঘটন, হ্যাটট্রিকের রোমাঞ্চ উপহার দিয়েছে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ড। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
সুপার টুয়েলভে উন্নীত হয়েছে চারটি দল। বাংলাদেশের গ্রুপ-২ তে জায়গা হয়েছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের। ভারত, পাকিস্তানের মতো এই দুটি দলকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে টাইগাররা। আইসিসি সহযোগী ডাচ দল ও জিম্বাবুয়েকে শক্তিশালী প্রতিপক্ষই মনে করছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
শনিবার হোবার্টে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি বলবো এই পর্বে যারা কোয়ালিফাই করেছে তাদের সবারই সামর্থ্য আছে এবং খুব শক্তিশালী দল। তারা সেখানে প্রমাণ দিয়ে এসেছে। যতগুলো সহযোগী দেশ খেলেছে এখানে নামিবিয়া, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে, তারা সবাই এই ফরম্যাটে খুব ভালো করেছে। তাদের পারফরম্যান্স খুবই ভালো ছিল। এখানে নামিবিয়াও চলে আসতে পারতো।’
গত ১৫ অক্টোবর থেকে বিশ্বকাপে দলের সঙ্গেই আছেন জালাল ইউনুস। শনিবার বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে বলেন, তারা কিন্তু প্রমাণ করেছে টি-টোয়েন্টিতে তারা খুবই শক্তিশালী দল। এবং যাদের বিপক্ষেই খেলি না কেন আমরা, তারা সবাই খুবই শক্তিশালী। সাউথ আফ্রিকা বা ভারত, পাকিস্তান থেকে তারা কোন অংশে কম নয়, অন্তত এই ফরম্যাটে।'
উল্লেখ্য, আগামী সোমবার হোবার্টে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ দল।
-নট আউট/এমজেএ/টিএ