03/13/2025 বর্ণনার ভাষা নেই, জানিনা কিভাবে হয়ে গেল-কোহলি
নট আউট ডেস্ক
২৪ অক্টোবর ২০২২ ০৪:৪৫
নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের দ্বিতীয় দিনেই শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখলো ক্রিকেট দুনিয়া। যে ম্যাচে ভারতের জয়ের নায়ক বিরাট কোহলি। কয়েক দিন আগেও যাকে দল দেখে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন অনেক। পাকিস্তানের বিপক্ষে ৮২ রানের ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন তিনি। ম্যাচ শেষে বলেছেন এই ম্যাচ বর্ণনার ভাষা নেই,বুঝতে পারেনি কিভাবে হয়ে গেল সবকিছু।
বিরাট বলেন, ম্যাচ বর্ণনার শব্দ হারিয়ে ফেলেছি। কিভাবে হয়ে গেল তা জানিনা। তবে হার্দিকের বিশ্বাস ছিল আমরা শেষ অবধি থাকলে ম্যাচ বের করত পারবো।
বিরাট আরও বলেন, আমি হারিসের ওভারে রান তুলতে চেয়েছি। যাতে করে শেষ ওভারে তারা আতঙ্কিত থাকে। কেননা সে তাদের সেরা বোলার। এবং আমি তা করতে পেরেছি। আমি তাদের সেরা বোলার হারিসের ওভারে তাদের চাপ দেওয়ার চেষ্ঠা করেছি।
গ্যালারীতে ৯০ হাজারের অধিক দুই দলের সমর্থক উপস্থিত ছিল। সমর্থকদের নিয়ে বিরাট বলেন, ভিড় অসাধারণ হয়েছে। আপনারা (অনুরাগী) আমাকে সমর্থন করেছেন এবং আমি আপনাদের সমর্থনের জন্য কৃতজ্ঞ।
-নট আউট/এমআরএস