03/16/2025 ডট বলের বেড়াজালে বাংলাদেশ!
নট আউট ডেস্ক
২৪ অক্টোবর ২০২২ ২২:০১
নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে বাংলাদেশের পুঁজি ১৪৪। নেদারল্যান্ডসের বিপক্ষে এ ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা ডট বল দিয়েছে ৪৭টি। শেষ কয়েক ম্যাচ ধরেই ডট বল সমস্যায় ভুগছে টিম টাইগার। প্রতি ম্যাচে এই সংখ্যাটি প্রায় ৫০ এর কাছাকাছি।
হোবার্টে টস হেরে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেয় সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। এই জুটি থেকে আসে ৪৩ রান। সৌম্য সরকার ব্যক্তিগত ১৪ রানে আউট হলে খেল হারায় বাংলাদেশ। দলীয় ৭৬ রানের মধ্যেই সাঝঘরে ফিরেন পাঁচ ব্যাটার।
ম্যাচ জিততে ইমপ্যাক্টের পাশাপাশি সবচেয়ে জরুরী কম ডট বল খেলা। কেননা যে অস্ট্রেলিয়া গত ১১ বছর নিউজিল্যান্ডের সাথে হারেনি নিজেদের মাঠে, সেখানে সুপার টুয়েলভের প্রথম দিনেই হারতে হযেছে বড় ব্যবধানে। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড পুরো ইনিংসে ডট খেলেছে মাত্র ২৮ টি, শেষ তিন ওভারে সংখ্যাটি ছিল মাত্র ১। অপরদিকে অস্ট্রেলিয়া প্রথম ৫১ বলেই ডট দেয় ২৮টি। শেষ পর্যন্ত হারতে হয়েছে ৮৯ রানে।
ভারত-পাকিস্তান ম্যাচে রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারে ভারত ডট খেলে ৩২টি। শেষ পর্যন্ত নাটকীয়তায় জিতলেও সহজ ম্যাচ কঠিন করতে ডট বলই যথেষ্ট।
বিশ্বকাপ যাত্রায় ভালো করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ১৪৫ রানের টার্গেটে ব্যাটিং করছে নেদারল্যান্ডস।
-নট আউট/এমআরএস