03/16/2025 বৃষ্টি কেড়ে নিল প্রোটিয়াদের মুঠোয় থাকা জয়
নট আউট ডেস্ক
২৫ অক্টোবর ২০২২ ০৪:৩৬
নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সোমবারের দিনের দ্বিতীয় ম্যাচটা ছিল দুই আফ্রিকানের। যেখানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল প্রথম রাউন্ডের বাঁধা টপকে সুপার টুয়েলভে উঠা জিম্বাবুয়ের। তবে দফায় দফায় বৃষ্টি প্রোটিয়াদের হাতের জয়টা যেন নিয়েছে কেড়ে। ফলে, এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে কুইন্টন ডি ককদের।
হোবার্টে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ম্যাচে বৃষ্টি বেশ ভালোই দিয়েছিল বাগড়া। যার কারণে দুই দলের ইনিংসের দৈর্ঘ্য কমে ৯ ওভারে। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৯ রানের সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়া করতে নেমে ঝড় তোলেন প্রোটিয়া ওপেনার ডি কক। প্রথম ওভারেই এই ওপেনার তোলেন ২২ রান।
এরপর আবার ম্যাচে হানা দেয় বৃষ্টি। যার কারণে প্রোটিয়াদের লক্ষ্য নেমে আসে ৭ ওভারে ৬৪ রানে। বৃষ্টি থামলে নেমেই ফের ঝড় তোলে ডি'ককরা। তাতেই মাত্র ৩ ওভারে বোর্ডে ৫১ রানে তুলে ফেলে প্রোটিয়ারা। তবে হয়নি শেষ রক্ষে। এরপর ফের বৃষ্টি নামলে নিশ্চিত জয় হাতছাড়া হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। শেষ পর্যন্ত আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে প্রোটিয়াদের। অন্যদিকে হারতে বসা ম্যাচে ১ পয়েন্ট পেয়েছে জিম্বাবুয়েনরা।
-নট আউট/টিএ