03/14/2025 অস্ট্রেলিয়ার ‘বিদায় ঘণ্টা’ বাজাতে চায় শ্রীলঙ্কা
নট আউট ডেস্ক
২৫ অক্টোবর ২০২২ ১৯:৪৮
নট আউট ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে চাপে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টিকে থাকার লড়াইয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টায় মুখোমুখি হবে শ্রীলংকার। স্বাগতিকদের হারিয়ে নিজেদের সেমিফাইনালের পথ সুগম করতে চায় এশিয়ার চ্যাম্পিয়নরা। সেই সাথে অজিদের বিদায় ঘন্টাও বাজাতে চায়।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাহিশ থিকশানা বলেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের পর আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছি, বাড়তি আত্মবিশ্বাস পেয়েছি। আমাদের আত্মবিশ্বাস এখন অস্ট্রেলিয়া দলের চেয়ে ভালো। আশা করি, আগামীকালের ম্যাচে আমরা সেটি বয়ে নিতে পারব।’
থিকশানা যোগ করেন, ‘অবশ্যই চাই (অস্ট্রেলিয়ার সেমির আশা শেষ করে দিতে)। ম্যাচ জিততে সবসময়ই ভালো লাগে। আমাদের সবসময়ের চাওয়া, শেষ চারটি দলের একটি হওয়া। তাই আমরা সেমি-ফাইনালে উঠতে চাই। তাদেরকে হারাতেই হবে আমাদের।’
অজিদের বিপক্ষে শ্রীলঙ্কার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন দলটির পেসাররা। যেখানে মিচেল স্টার্কের সঙ্গে রয়েছেন জস হেইজেলউড, প্যাট কামিন্স এবং মার্কাস স্টইনিস। তবে নিজেদের ব্যাটিং লাইনআপের উপর আস্থা রাখছেন থিকশানা। সেই সঙ্গে অজিদের বিপক্ষে ১৬০ থেকে ১৭০ রান করতে চায় শ্রীলঙ্কা।
-নট আউট/এমআরএস