03/14/2025 প্রথমবার বিশ্বকাপে খেলছি, অবশ্যই রোমাঞ্চিত: হাসান মাহমুদ
স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২২ ২১:২৫
স্পেশাল করেসপন্ডেন্টঃ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক তাসকিন আহমেদ। ২৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরাও তিনি। পেস আক্রমণে তাসকিনকে যোগ্য সঙ্গ দিয়েছেন হাসান মাহমুদ। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের হয়ে টি-২০ বিশ্বকাপে অভিষেক হয়েছে এ তরুণের।
বাংলাদেশের জার্সিতে সিনিয়র ক্রিকেটে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে দারুণ রোমাঞ্চিত হাসান। বিশ্বকাপ অভিষেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। হোবার্টে ৪ ওভারে ১ মেডেনসহ ১৫ রানে ২ উইকেট নেন তিনি।
ইনিংসের ১৩তম ওভারে প্রিঙ্গলের স্ট্যাম্প ছত্রখান করেছেন দুরন্ত ইয়র্কারে। ১৫তম ওভারে ভ্যান বেক তার শিকার হন তাসকিনের হাতে ক্যাচ দিয়েছে। হাসানের বলে ক্যাচও পড়েছিল গতকাল। তবে হাসান ঠিকই তাসকিনের বলে শিরাজ আহমেদের ক্যাচ তালুবন্দী করেছেন।
প্রথমবার বিশ্বকাপ খেলার অনুভূতি প্রকাশ করতে গিয়ে হোবার্টে গতকাল ম্যাচের পর হাসান বলেছেন, ‘প্রথমবার বিশ্বকাপে খেলছি, অবশ্যই রোমাঞ্চিত ছিলাম।’
বিশ্বকাপে নিজের বোলিংটা উপভোগ ডানহাতি এ পেসার, ‘এখনও পর্যন্ত ভালোই হচ্ছে। ত্রিদেশীয় সিরিজ থেকে শুরু করেছিলাম, ভালো হচ্ছে। প্রথম ওভার থেকে তাসকিন ভাই ম্যাচের ‘ফ্লো’ ধরেছিল। পরে আমি নিয়েছিলাম। খুব ভালো লাগছিল।’
ভবিষ্যতে বল হাতে বাংলাদেশকে অনেক কিছু দেয়ার আশায় আছেন হাসান। তিনি বলেছেন, ‘আমার খুবই ভালো লাগছে যে তাসকিন ভাই, মুস্তাফিজ ভাই, উনাদের সঙ্গে বোলিং করছি। ভালো লাগছে। আমরা চেষ্টা করব এই (পেস) ইউনিটকে ধরে রাখার। সামনে বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আছে।’
-নট আউট/এমজেএ/এমআরএস
-নট আউট/এমআরএস