03/16/2025 সাকিব-তাসকিনরা এখন সিডনিতে
স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২২ ০৩:০২
স্পেশাল করেসপন্ডেন্টঃ জয়ে আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ দল। হোবার্টে গতকাল বৃষ্টির বাধা পেরিয়ে নেদারল্যান্ডসকে ৯ রানে পরাজিত করেছে সাকিব আল হাসানের দল। অনেক স্বস্তি, প্রাপ্তির জয়ে ভেঙেছে শৃঙ্খল। ১৫ বছর পর টি-২০ বিশ্বকাপের মূল পর্বে জিতেছে টাইগাররা।
হোবার্ট থেকে মঙ্গলবার সিডনিতে এসে পৌঁছেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে সিডনিতে পৌঁছে যান টাইগাররা।
সিডনির হায়াত রিজেন্সি হোটেলে আজকের দিনটা বিশ্রামে থেকেছেন ক্রিকেটাররা। রাখা হয়নি অনুশীলন। বিকেলে সিডনির বিখ্যাত অপেরা হাউস ঘুরতে বের হয়েছেন লিটন দাসসহ কয়েকজন ক্রিকেটার। সেখানে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট করেছেন লিটন।
আগামীকাল বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে নামবে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে সাকিব বাহিনী। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।
হোবার্টে গতকাল বৃষ্টির কারণে জিম্বাবুয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করা দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে নিশ্চিতভাবেই জয়ের রথে ফিরতে মুখিয়ে থাকবে।
-নট আউট/এমআরএস