03/14/2025 অস্ট্রেলিয়া সফরের জন্য ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা
নট আউট ডেস্ক
২৬ অক্টোবর ২০২২ ০৩:৪৬
নট আউট ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এই সিরিজ।
ইসিবি ঘোষিত ১৫ সদস্যের ১১ জনই বর্তমানে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে। এই সিরিজে এক বছর পর আবারও দলে সুযোগ পেয়েছেন জেমস ভিন্স। এছাড়া কয়েকদিন আগে অফ ফর্মের কারনে বাদ পড়া জেসন রয়কে রাখা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে বেন স্টোকস ও মার্ক উডকে।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, স্যাম বিলিংস, স্যাম কারান, লিয়াম ডওসন, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, ওলি স্টোন, জেসন ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস এবং লুক উড।
-নট আউট/এমআরএস