03/14/2025 মোসাদ্দেককে উপরে খেলানোর পরামর্শ মিসবাহর।
নট আউট ডেস্ক
২৬ অক্টোবর ২০২২ ১৯:০২
নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে মহানায়ক তাসকিন আহমেদ। তবে ব্যাট হাতে শেষ সময়ে ত্রাণকর্তা ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৮ নম্বরে নেমে ১২ বলে ২০ রানের ইনিংসে দলকে লড়াইয়ে পুঁজি এনে দিয়েছিল এই অলরাউন্ডার। এই পজিশনে ভালো করলেও তার ব্যাটিং পজিশন নিয়ে অখুশি পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।
সম্প্রতি একটি টিভি প্রোগ্রামে মিসবাহ বলেন, 'আমার কাছে মনে হয় যে আট নম্বরে পজিশনে মোসাদ্দেক বেশ কার্যকরী ব্যাটিং করেছে। কিন্তু তার মতো সক্ষমতার একজন ব্যাটারকে আপনি কেন আট নম্বরে খেলাবেন। ১২ বলে সে ২০ রান করেছে।
নেদারল্যান্ডসের বিপক্ষে জয় স্বস্তি ফিরলেও চিন্তা কাটেনি টাইগার শিবিরে। সবশেষ ম্যাচেও ডট বল খেলেছে ৪৭টি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে প্রায় সময়ে বিপাকে পড়ছে দলটি। বিশেষ করে বাংলাদেশের প্রক্রিয়া নিয়েও সংশয় প্রকাশ করেছেন মিসবাহ।
তিনি বলেন, নুরুল হাসানও খেলছে, সে উইকেটকিপার ব্যাটার। কিন্তু উপরে অ্যাটাক করার মতো ব্যাটার নেই। আমি বুঝতে পারছি না তারা কোন প্রক্রিয়ায় এগোচ্ছে।'
-নট আউট/এমআরএস