03/14/2025 বিশ্বকাপে পরিপূর্ণ পুষ্টিকর খাবার পাচ্ছে না ভারত!
নট আউট ডেস্ক
২৬ অক্টোবর ২০২২ ২১:০৯
নট আউট ডেস্কঃ বিশ্বক্রিকেট এবং ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় ভারতের আধিপত্যের কথা জানা সকলের। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খাবার ইস্যুতে বিপাকে পড়েছে দলটি। অনুশীলন শেষে গরম খাবারের পরিবর্তে ঠান্ডা খাবার পাওয়ার অভিযোগ তুলেছে। বিসিসিআইয়ের বরাতে জানানো হয়েছে সেই খাবারে পরিপূর্ণ পুষ্টিও নেই।
মাঠে ঘাম ঝরানোর পর ভারতীয় দলের খেলোয়াড়দের দেওয়া হয় স্যান্ডউইচ, কিছু ফল ও ফ্যালাফেল (এক ধরনের তেলে ভাঁজা খাবার)। ট্রেনিং শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে যায়। ওই সময় লাঞ্চ করার, খেলোয়াড়রা পরিপূর্ণ খাবার আশা করেছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই অফিসিয়াল সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘না বয়কটের মতো কিছু না। কিছু খেলোয়াড় ফল ও ফ্যালাফেল নিয়েছে। কিন্তু প্রত্যেকে লাঞ্চ করতে চেয়েছিল। তাই হোটেলে ফিরে তারা খেয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘সমস্যা হলো আইসিসি লাঞ্চের পর কোনও গরম খাবার দিচ্ছে না। দ্বিপাক্ষিক সিরিজে স্বাগতিক ক্রিকেট সংস্থা ক্যাটারিংয়ের দায়িত্বে থাকে এবং সবসময় ট্রেনিং সেশনের পর গরম খাবার দেয়। কিন্তু আইসিসির নিয়ম সব দেশের জন্য একই।’
ট্রেনিংয়ের পর যে খাবার দেওয়া হয়, তাতে পুষ্টি অপর্যাপ্ত বললেন ওই সূত্র, ‘দুই ঘণ্টার ট্রেনিং শেষে আপনি শুধু অ্যাভোকাডো, টমেটো ও শসা দেওয়া একটা ঠাণ্ডা স্যান্ডউইচ (তাও গ্রিলড নয়) পেতে পারেন না। এটা খুবই সাদামাটা এবং তাতে অপর্যাপ্ত পুষ্টি।’
-নট আউট/এমআরএস