03/13/2025 বাংলাদেশের টপ অর্ডার গুঁড়িয়ে দিতে চান লুঙ্গি
নট আউট ডেস্ক
২৬ অক্টোবর ২০২২ ২২:১৩
নট আউট ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে হারলেই টূর্ণামেন্টে টিকে থাকা কঠিন হবে দক্ষিণ আফ্রিকার জন্য। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৯টায় মুখোমুখি হবে এই দুই দল। এই ম্যাচে বাংলাদেশ টপ অর্ডার গুড়িয়ে দিতে চান আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদি।
ম্যাচের আগেরদিন এনগিদি বলেন, 'তাদের ব্যাটাররা আমাদের অনেক আগ্রাসীভাবে খেলতে চাইবে। আমরা এই ব্যাপারে ভেবে রেখেছি। আমরা তাদের টপ অর্ডারকেই লক্ষ্য বানাব। বোলিং ইউনিট হিসেবে আমরা চাইব তাদের টপ অর্ডার গুঁড়িয়ে দিতে।'
বাংলাদেশকে বেশি রান করতে দিবে না বলে এনগিদি বলেন, 'এ ছাড়া তাদের রানও আমরা বেশি বড় করতে দিবো না। আমরা এখন যে অবস্থায় আছি, এখান থেকে আমাদের সব ম্যাচই জিততে হবে। এটাই হচ্ছে সাধারণ হিসেব।'
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। অপরদিকে বৃষ্টি বাঁধায় হাতের মুঠোয় থাকা ম্যাচ জয়ের স্বাদ পাওয়া হয়নি আফ্রিকার। যার ফলে চাপে পড়েছে দলটি।
-নট আউট/এমআরএস