03/14/2025 রোহিতের অফফর্ম ভারতের জন্য উদ্বেগজনক
নট আউট ডেস্ক
২৭ অক্টোবর ২০২২ ০৪:২৯
নট আউট ডেস্কঃ বর্তমান ক্রিকেট দুনিয়ায় অন্যতম অভিজ্ঞ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে দলের জন্য বড় চিন্তা সম্প্রতি তিনিই। বিশেষ করে শেষ ১০ টি-টোয়েন্টি ইনিংসে অর্ধশতকের দেখা পেয়েছে মাত্র ১বার। এছাড়াও শেষ পাঁচ ইনিংসের দুইটিতে ডাক। সব মিলে রোহিতের এমন সময় টিম ইন্ডিয়ার জন্য উদ্বেগের বিষয় বলে মনে করেন সুনিল গাভাস্কার।
গাভাস্কার বলেন, 'রোহিতকে আমরা যেভাবে খেলতে দেখি সেভাবে খেলতে পারছে না, এটা সত্যিই উদ্বেগের বিষয়। আমি মনে করি, সে যদি ফর্মে ফেরে তাহলে দলের বাকিদের (ব্যাটারদের) জন্য কাজটা সহজ হয়ে যাবে।'
দলকে বড় সংগ্রহ এনে দিতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওপেনাররা। তাদের ব্যাটেই মূলত ইনিংসের ভিত গড়ে উঠে। আর রোহিতের মতো একজন অভিজ্ঞ ওপেনার ভারতের ব্যাটিং লাইনআপেরই বড় এক স্তম্ভ। তাই দলের ভালো শুরুর জন্য তার ফর্মে ফেরার বিকল্প নেই।
গাভাস্কার বলেন, 'আপনি একটি ভালো শুরু এনে দেন এবং ভালো ভিত গড়ে দেন তাহলে চার বা পাঁচে যারা ব্যাটিং করবে তারা প্রথম বল থেকেই শট খেলতে পারবে।'
-নট আউট/এমআরএস