03/13/2025 বাবরের অবনতির দিনে শীর্ষে রশিদ
নট আউট ডেস্ক
২৭ অক্টোবর ২০২২ ০৪:৫৬
নট আউট ডেস্কঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টির বোলিং র্যাংকিংয়ে সবার শীর্ষে আফগান তারকা স্পিনার রশিদ খান। অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডকে পেছনে ফেলেছেন তিনি। বুধবার আইসিসি প্রকাশিত হালনাগাদকৃত তথ্যে দেখা যায় এমন চিত্র।
সেরা পাঁচজনে নেই বাংলাদেশের কেউ। দুই থেকে পাঁচ যথাক্রমে রয়েছেন, মুজিব উর রহমান জাদরান, মহেস থিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অ্যাডাম জ্যাম্পা।
চিরপ্রতিদ্বন্দী ভারতের বিপক্ষে গোল্ডেন ডাকে পজিশনের অবনতি হয়েছে বাবর আজমের। তিন থেকে নেমে গেছে চার নম্বরে। অবনতি হয়েছে সূর্যকুমার যাদবের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ইনিংসে দুই নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে।
২৬১ রেটিং পয়েন্ট নিয়ে অলরান্ডার র্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আফগান দলপতি মোহাম্মদ নবির অবস্থান দুইয়ে। তাঁর রেটিং পয়েন্ট ২৪৭।
-নট আউট/এমআরএস