03/16/2025 বাজে ব্যাটিংয়ে হতাশ সাকিব
স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২২ ০১:৩৬
স্পেশাল করেসপন্ডেন্টঃ ঐতিহ্যবাহী সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের অভিষেকটা বিবর্ণ হয়ে গেছে। সুবিশাল মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে নাস্তানাবুদ হয়েছে টাইগাররা। বৃহস্পতিবার ব্যাটে-বলে বাংলাদেশ দলকে গুড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা।
আজ ১০৫ রানের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে সাকিব আল হাসানের দল। রাইলি রুশোর সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ২০৫ রান তুলেছিল। জবাবে ১০১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস।
সিডনির উইকেটে প্রোটিয়ারা রান উৎসব করলেও বাংলাদেশের ব্যাটসম্যানরা বাজে ব্যাটিং করেছেন। যা হতাশায় পুড়িয়েছে অধিনায়ক সাকিবকে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি হতাশ, আমাদের আরো ভালো ব্যাটিং করার কথা ছিল।’
টি-২০ তে এমন বড় স্কোর তাড়ার নজির খুব কমই আছে বাংলাদেশের। বড় টার্গেটের চাপেই ভেঙে পড়েছেন ব্যাটসম্যানরা। সাকিব বলেন, ‘আমাদের প্ল্যানিংয়ে কোনো ভুল ছিল হয়তো। আমাদের আসলে বিশ্বাসে ঘাটতি থাকতে পারে, এরকম বড় রান তাড়া করে জেতার, আমরা ঘরোয়াতেও এমন রান তাড়া করিনি। এমন না যে আমরা এর আগে বড় স্কোর করিনি। সিডনির উইকেট ভালো ছিল।’
রুশো-ডি ককের ১৬৮ রানের জুটির কাছেই ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। বাঁহাতি এ অলরাউন্ডার বলেন, ‘প্রথম ওভারের পর আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। উইকেটটা ভালো ছিল। রাইলি রুশো দারুণভাবে মানিয়ে নিয়েছে। কুইন্টনও ভালো খেলেছে। ওদের দুজনের জুটিটাই আমাদের হারিয়ে দিয়েছে।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় হার ভুলে সামনে তাকাতে চান সাকিব। আগামী ৩০ অক্টোবর জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামবে টাইগাররা। সাকিব বলেন, ‘দেখুন হারলে তো খারাপ লাগবে স্বাভাবিক, আমাদের দুইদিন পর আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তাই আজকের ম্যাচ থেকে অভিজ্ঞতা নিয়ে আমাদের সামনের জন্য প্ল্যানিং করতে হবে। খেলাটা অনেক এক্সাইটিং, এন্টারটেইনিং; তাই এরকম পরিস্থিতি আপনাকে মেনে নিতে হবে। আমাদের সামনে আরও তিন ম্যাচ আছে, আশা করি সবাই ভালো করবে।’
-নট আউট/এমজেএ/টিএ