03/13/2025 বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ড ও আফগানিস্তান ম্যাচ!
নট আউট ডেস্ক
২৮ অক্টোবর ২০২২ ২২:১১
নট আউট ডেস্কঃ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলোর জন্য বড় বাধা হয়েছে দাঁড়িয়েছে বেরসিক বৃষ্টি। যার কবলে পড়ে সুপার টুয়েলভে আগেই দুটি ম্যাচ হয়েছে বাতিল৷ আরেকটার ফল নির্ধারণ হয়েছে বৃষ্টি আইনে। এবার তারই ধারাবাহিকতায় মেলবোর্নে পণ্ড হলো আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটিও। ফলে বৃষ্টির কারণে আফগানদের টানা দুই ম্যাচই হয়েছে বাতিল।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দিনের প্রথম ম্যাচটি ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। কিন্তু ম্যাচ শুরুর আগেই বেরসিক বৃষ্টি দাঁড়িয়েছিল বাধা হয়ে। যার কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি টসও। এরপরে সময়ের সঙ্গে সঙ্গে মেলবোর্নে বেড়েছে বৃষ্টি। তাই অনুমেয় ছিল বিশ্বকাপের আরেকটু ম্যাচও ভেসে যাচ্ছে বৃষ্টিতে। শেষ পর্যন্ত অবশ্য সেই শঙ্কায় হয়েছে সত্যি।
এর আগে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করা আফগানদের, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মাঠেই গড়ায়নি বৃষ্টির কারণে। এবার আইরিশদের বিপক্ষে মাঠে নামাই হলো না রশিদ খানদের। অন্যদিকে সুপার টুয়েলভে আয়ারল্যান্ডও নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল শ্রীলঙ্কার কাছে। তবে দ্বিতীয় ম্যাচে ডার্কওয়ার্থ-লুইস (ডিএলএস) পদ্ধতিতে ইংলান্ডকে ৫ রানে হারায় অ্যান্ড্রু বালবার্নির দল।
-নট আউট/টিএ