03/14/2025 অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচও পরিত্যক্ত
নট আউট ডেস্ক
২৯ অক্টোবর ২০২২ ০২:১৪
নট আউট ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপকে বিরক্তিকর হিসেবে অভিহিত করছেন ক্ষুব্ধ দর্শকরা। দর্শকদের এমন কথার পেছনে অবশ্য যৌক্তিক কারনও রয়েছে। কেননা বৃষ্টির আধিপত্যে ঠিক মত হচ্ছে না ম্যাচগুলো।
শুক্রবার দিনের দুটি খেলায় পরিত্যাক্ত হয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মহারণ দেখার অপেক্ষায় ছিল মাঠ ও মাঠের বাইরে অসংখ্য ক্রিকেট প্রেমী। তবে বৃষ্টির কারনে ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে টসও হতে পারেনি। পয়েন্ট ভাগাভাগি করেছে ক্রিকেটের দুই পরাশক্তি। যাতে আখেরে লাভ হয়েছে অস্ট্রেলিয়ার।
দিনের প্রথম ম্যাচ ছিল আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের মধ্যে। বৃষ্টিতে একটি বলও মাঠে গড়ায়নি। দুই দল পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়েছে।
-নট আউট/এমআরএস