03/15/2025 বাংলাদেশের বিপক্ষেও জিততে চান রাজা
নট আউট ডেস্ক
২৯ অক্টোবর ২০২২ ০৩:১৩
নট আউট ডেস্কঃ অর্ধযুক পর বিশ্বকাপ খেলতে এসে মূল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে জিম্বাবুয়ে। পাকিস্তানের বিপক্ষে দলটির জয় ১ রানে। এই জয়ে গ্রুপ-২ এ নিজেদের শক্ত অবস্থানে রয়েছে সিকান্দার রাজারা। অনিশ্চয়তার খেলায় নিশ্চিত করে কোন কিছু বলা ঠিক না হলেও সেমিতে খেলার সম্ভাবনা রয়েছে জিম্বাবুয়ের। তবে আপাতত সেমি নয়, বাংলাদেশ ম্যাচ নিয়ে ভাবছেন দলটির অলরাউন্ডার সিকান্দার রাজা। যে ম্যাচে জিততেও চান তিনি।
রাজা বলেন, 'জিম্বাবুয়ের এখানে কিছু অর্জন করার সুযোগ আছে। আমি সেমিফাইনাল নিয়ে এখনই চিন্তাভাবনা করছি না। আমরা একটি একটি ম্যাচ খেলে এগিয়ে যাচ্ছি। এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে নজর দিচ্ছি এবং এখানে জিততে চাই।'
রাজা যোগ করেন, 'আমরা একটি করে ম্যাচ নিয়ে ভাবছি ঠিকই, তবে আমরা গ্রুপের যেকোনো দলকেই হারিয়ে দিতে পারি। মূল কথা হচ্ছে, যে দল ভালো ক্রিকেট খেলবে সেই জিতবে। আপনি জানেন না জিম্বাবুয়ে কীভাবে শেষ করবে।'
চলতি বছর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টির সিরিজ জয়ের সুখস্মৃতি রয়েছে রোডেশিয়ানদের। এছাড়াও বেশ কয়েকমাস যাবৎ দূর্দান্ত ক্রিকেট খেলছে তারা। এদিকে বাংলাদেশ বাজে ভাবে হেরেছে নিজেদের শেষ ম্যাচ। ফলে আত্মবিশ্বাসে এগিয়ে আছে জিম্বাবুয়ে। টাইগারদের হারালেও অবাক হওয়ার আপাতত কিছু নেই।
উল্লেখ্যঃ আগামী রবিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় গাব্বায় মুখোমুখি হবে দুই দল।
-নট আউট/এমআরএস