03/13/2025 রংপুরের হয়ে খেলবেন জিম্বাবুয়ান রাজা
নট আউট ডেস্ক
২৯ অক্টোবর ২০২২ ২০:১৬
নট আউট ডেস্কঃ নিজের নামকে নিজ দেশের ক্রিকেটে অনন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন সিকান্দার রাজা। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইর্ডাসের হয়ে খেলবেন। রাজার সঙ্গে চুক্তির বিষয়টি ফ্রাঞ্চাইজিটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছে।
ব্যাট হাতে জিম্বাবুয়ের জার্সি পরা সিকান্দার রাজার ছবি পোস্ট করে তারা লিখেছে, জিম্বাবুয়ে থেকে এক সুপারস্টারের আগমন। সিকান্দার রাজার স্বাক্ষর ঘোষণা করতে পেরে আমরা শিহরিত। আরআর পরিবারে স্বাগতম।
এর আগে একের পর এক পাকিস্তানি ক্রিকেটারকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল একবারের শিরোপাজয়ী এই দলটি। শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ এবং পেসার হারিস রউফ নিজেদের দলে ভিড়িয়েছিল তারা।
-নট আউট/এমআরএস