03/15/2025 সেমিফাইনাল খেলার স্বপ্নে বিভোর জিম্বাবুয়ে
নট আউট ডেস্ক
৩০ অক্টোবর ২০২২ ০৫:৫৭
নট আউট ডেস্কঃ আইসিসির বৈশ্বিক কোন ইভেন্টে জিম্বাবুয়ের প্রত্যাবর্তনটা দীর্ঘ ৬ বছর বাদে। কোয়ালিফায়ারের চ্যাম্পিয়ন হয়ে আসা জিম্বাবুইয়ানরা দাপট দেখিয়েছে বিশ্বকাপের প্রথম পর্বেও। তাতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে দলটি।
সুপার টুয়েলভে পা রেখেই চমক উপহার দিয়েছে সিকান্দার রাজারা। তাতেই বিশ্বকাপের সেমি খেলার দৌড়ে এখন জিম্বাবুইয়ানরা। প্রোটিয়াদের বিপক্ষে বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও, দ্বিতীয় ম্যাচেই চমক দিয়েছে দলটি। শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে এক রানে হারিয়ে সব হিসেব দিয়েছে উল্টে।
পাকিস্তানকে হারিয়ে আত্নবিশ্বাসী জিম্বাবুয়ের সামনে এবার চেনা প্রতিপক্ষ বাংলাদেশ। অবশ্য বিশ্ব মঞ্চে এবারই প্রথমবার মুখোমুখি হচ্ছে দু'দল। ব্রিসবেনের গ্যাবায় দু দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল (৩০ অক্টোবর)।
পাকিস্তানকে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা জিম্বাবুইয়ানরা এবার তাই বাংলাদেশকে হারিয়ে স্বপ্ন দেখছে সেমিফাইনালে খেলার। অবশ্য শেষ চার খেলার ভালো সম্ভাবনা থাকলেও, বেশি ভাবতে নারাজ জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন।
ম্যাচের আগের দিনে সংবাদ সম্মেলনে আরভিন বলেন,‘আমাদের খুব ভালো সম্ভাবনা আছে সেমিফাইনাল খেলার। এ জন্য আমাদের বাংলাদেশের বিপক্ষে জিততে হবে, নেদারল্যান্ডসকেও হারাতে হবে। এরপর আমরা আমাদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হব, পাশাপাশি অন্য ম্যাচগুলোর ফলের উপর কিছুটা নির্ভর করতে হবে।’
‘আমরা এখনই অনেক দূরের ভাবনা ভাবতে চাই না। আমাদের পুরো মনযোগ আগামীকালকের ম্যাচে, আগামীকাল আমরা একটা ভালো পারফরম্যান্স করতে চাই। আর সেটা হলেই নেদারল্যান্ডস ম্যাচের দিকে তাকাতে পারবো এবং পরবর্তী পরিকল্পনায় অগ্রসর হতে পারবো।’ যোগ করে বলেন তিনি।
-নট আউট/টিএ