03/13/2025 ইমপ্যাক্ট, ইনটেন্টের পর শ্রীরামের স্মার্ট ক্রিকেট
স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২২ ০৬:৫৫
স্পেশাল করেসপন্ডেন্টঃ গত আগস্টে টি-২০ তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ পান শ্রীধরন শ্রীরাম। বাংলাদেশ দলে যোগ দিয়েই ভারতীয় এই কোচ বলেছেন, তার কাছে পারফরমারের চেয়ে ইমপ্যাক্ট ক্রিকেটারের মূল্য বেশি। টি-২০ তে এটিই বেশি প্রয়োজন। ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে ইমপ্যাক্ট, ইনটেন্ট দেখতে চান তিনি।
যদিও শ্রীরামের অধীনে বাংলাদেশের ব্যাটসম্যানের খেলায় ইমপ্যাক্ট, ইনটেন্টের ছোঁয়া দেখা যায়নি। আগের মতোই উইকেট দেয়া, সামর্থ্য অনুযায়ী খেলার গন্ডিতেই আছেন ক্রিকেটাররা। যদিও বিশ্বকাপে শ্রীরামের ইমপ্যাক্ট-ইনটেন্ট বেশ সমালোচনার খোরাক হয়েছে।
পুরনোকে ছেড়ে বিশ্বকাপের মাঝপথে নতুন তত্ত্ব তুলে এনেছেন শ্রীরাম। শনিবার ব্রিসবেনে তিনি বলেছেন, ব্যাটসম্যানদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে।
শনিবার ব্রিসবেনে সংবাদ সম্মেলনে ভারতীয় এই কোচ বলেছেন, ‘সীমানা পার করার চেষ্টা আমরা একটু বেশিই করেছি। আমরা তো ক্রমাগত ছক্কা মারার মতো দল নই। আরও স্মার্ট হতে হবে আমাদের। বাতাসে বল উড়িয়েছি আমরা একটু বেশিই। ভালো একটা শুরুর পর আমরা বাতাসে বল উড়িয়ে উইকেট হারিয়েছি এবং নিজেদের চাপে ফেলেছি।’
ছক্কা মারার চেষ্টা বাদ দিয়ে ব্যাটসম্যানদের স্মার্ট ব্যাটিং করার প্রতি গুরুত্ব দিচ্ছেন শ্রীরাম। তিনি বলেছেন, ‘রাইলি রুশো, কুইন্টন ডি ককরা যা করে, আমাদের কৌশল আরেকটু ভিন্ন হতে হবে। ছক্কা মারার চেষ্টা করে খুব বেশি ম্যাচ আমরা জিততে পারব না। স্মার্ট ক্রিকেট খেলতে হবে আমাদের। সৌম্য দারুণ কয়েকটি শট খেলেছে। কিন্তু ওকে আরও স্মার্ট হতে হবে, শান্তকে আরও স্মার্ট হবে হবে। এই মুহূর্তে ওরা দ্রুত রান করছে ও দ্রুত আউট হয়ে যাচ্ছে। কিন্তু আরেকটু লম্বা সময় ব্যাট করতে হবে।’
রোববার ব্রিসবেনের গ্যাবা স্টেডিয়ামে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ দল। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে জিম্বাবুয়েকে হারাতেই হবে।
তবে পাকিস্তানকে হারিয়ে দেয়া জিম্বাবুয়েকে বেশ সম্মান করছে বাংলাদেশ দল। শনিবার শ্রীরাম বলেছেন, ‘অবশ্যই ওদের জন্য আমাদের পরিকল্পনা আছে। তবে আমরা জিম্বাবুয়েকে সম্মান করি। পাকিস্তানে বিপক্ষে তাদের অসাধারণ পারফরম্যান্সকে মূল্যায়ন করি। ওই ম্যাচের প্রতিটি বল আমরা দেখেছি। পাকিস্তানের বিপক্ষে তারা যেভাবে জিতেছে, এটা অবিশ্বাস্য। পুরো কৃতিত্ব ও সম্মান তাদের প্রাপ্য।’
-নট আউট/এমজেএ/টিএ