03/15/2025 ভারতকে উড়িয়ে লুঙ্গির স্বপ্ন পূরণ
নট আউট ডেস্ক
৩১ অক্টোবর ২০২২ ১৯:১৯
নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক লুঙ্গি এনগিডি। এই ডানহাতি পেসার ২৯ রানে ৪ উইকেট নিয়ে ভারতের টপ অর্ডার ধসিয়ে দেন। সেই ধাক্কা খুব একটা সামলে উঠতে পারেনি ভারত। তারা টেনেটুনে ১৩৩ রান সংগ্রহ করে হেরে যায় ৫ উইকেটে।
দারুণ বোলিং করে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন এনগিডি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে তৃতীয়বার ম্যান অব দা ম্যাচ হলেন এনগিডি। তবে বিশ্বকাপে প্রথমবার ম্যাচসেরা হয়ে উচ্ছসিত ২৬ বছর বয়সী এই পেসার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, 'আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি ছিল বিশ্বকাপে এমন কিছু অর্জন করা (ম্যাচ সেরার পুরস্কার) এবং দেশের জয়ে সাহায্য করা। এটা দীর্ঘদিন আমার মনে জায়গা নিয়ে থাকবে। '
গতকালের ম্যাচে গতি ও বাউন্সে ভারতকে কাঁপিয়ে দিয়েছিলেন লুঙ্গি। এক স্পেলেই ফিরিয়ে দেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে। এরপর ভারতকে একাই টানেন সূর্যকুমার যাদব। এই তরুণ খেলেন ৪০ বলে ৬ চার ৩ ছক্কায় ৬৮ রানের ইনিংস। পরে বোলিং ভালো করলেও বাজে ফিল্ডিংয়ের কারণেই ৫ উইকেটে হেরে যায় ভারত।
-নট আউট/এমআরএস