03/13/2025 চার অঙ্কে কোহলি, বসালেন মাহেলার রেকর্ডে ভাগ!
নট আউট ডেস্ক
৩১ অক্টোবর ২০২২ ২১:০০
নট আউট ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের প্রথম দুই ম্যাচেই হেসেছে ভিরাট কোহলির ব্যাট। দুই ম্যাচে জোড়া হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন কোহলি, দলও এদিন পেয়েছে হারের স্বাদ। ব্যাট হাতে ব্যর্থ কোহলি এদিন অবশ্য ছুঁয়েছেন দারুণ এক মাইলফলকও। তাতেই ভাগ বসিয়েছেন লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনের রেকর্ডে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে এদিন কোহলি ছুঁয়েছেন ১ হাজার রানের মাইলফলক। এর আগে এমন কীর্তি কেবল রয়েছে মাহেলা জয়াবর্ধনেরই। বিশ্বকাপে ৩১ ম্যাচ খেলা মাহেলার রান সংখ্যা ১০১৬। অবশ্য চার অঙ্কের ঘরে পৌঁছাতে কোহলির লেগেছে ২২ ইনিংস। ১৬ রান করতে পারলে কোহলি ছাড়িয়ে যাবেন মাহেলাকেই।
হাজার রানের মাইলফলক থেকে এদিন মাত্র ১১ রান পিছিয়ে থেকেই ব্যাট করতে নেমেছিলেন কোহলি। লুঙ্গির দাপুটে বোলিংয়ে এদিন কোহলি থেমেছেন ১২ রান করে। ততক্ষণে অবশ্য কোহলি ছুঁয়ে ফেলেন হাজার রানের গণ্ডি। প্রায় ৮৩'র বেশি গড়ে কোহলি স্পর্শ করেছেন চার অঙ্কের ঘরে। অন্যদিকে মাহেলা-কোহলির পর তৃতীয় ব্যাটার হিসেবে চার অঙ্কের ঘরে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মারও।
মাত্র ৮১ রান করতে পারলেই এমন মাইলফলক স্পর্শ করে ফেলবেন রোহিত। বর্তমানে ভারতীয় অধিনায়কের রান সংখ্যা ৯১৯। যদিও শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় তিনে অবস্থান করছেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। ৯৬৫ রানেই থেমেছে এই ক্যারিবিয়ানের বিশ্বকাপের যাত্রা। এছাড়া শীর্ষ ৫ রান সংগ্রাহকের তালিকায় রয়েছে তিলকারত্মে দিলশানের নামও। এই লঙ্কান ওপেনার বিশ্বকাপে করেছেন ৮৯৭ রান।
-নট আউট/টিএ