03/15/2025 সাকিবরা এখন সেই অ্যাডিলেডে
স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২২ ০৪:৩২
স্পেশাল করেসপন্ডেন্ট: অ্যাডিলেড ওভাল, রুবেল হোসেনের দুর্দান্ত দুই ইয়র্কার। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপেই ইংল্যা্ন্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় নিশ্চিত হয়েছিল ব্রড-অ্যান্ডারসনের স্ট্যাম্প যখন উপড়ে ফেলেছিলেন রুবেল। বাংলাদেশের অন্যতম সেরা জয়গুলোর একটি ছিল এই ম্যাচ।
সাত বছর পর সেই অ্যাডিলেডে এসেছে বাংলাদেশ দল। এবার মিশন টি-২০ বিশ্বকাপ। সুখস্মৃতির অ্যাডিলেডেই প্রতিবেশি ভারত, পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভ পর্বের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলবে টাইগাররা।
ব্রিসবেনে জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় জয় পেয়েছে সাকিব আল হাসানের দল। সোমবার বিকেলে ব্রিসবেন থেকে বিমানযোগে অ্যাডিলেডে এসেছেন ক্রিকেটাররা।। ২ ঘন্টা ৪০ মিনিটের বিমান ভ্রমণের পর সোমবার দিনটা বিশ্রামে ছিলেন সবাই।
আগামীকাল মঙ্গলবারও অবশ্য অনুশীলন থাকছে না বাংলাদেশ দলের। তাসকিন-লিটনদের অনুশীলনে ছুটি থাকছে। ম্যাচের আগের দিন বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। ব্যক্তিগত প্রয়োজনে চাইলে কেউ অনুশীলন করতে পারেন। তবে দলীয় অনুশীলনে ছুটি থাকছে।
আগামী বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। সেমিফাইনালে খেলার সুযোগ বাঁচিয়ে রাখতে হলে হারাতে হবে রোহিত শর্মার দলকে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও ভারত বধের ছক কষছে।
বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটিও অ্যাডিলেডে। ৬ নভেম্বর পাকিস্তান বিরুদ্ধে মাঠে নামবে টাইগাররা।
-নট আউট/এমজেএ/টিএ