03/15/2025 ইচ্ছে করেই হেরেছে ভারত!
নট আউট ডেস্ক
১ নভেম্বর ২০২২ ১৯:১৯
নট আউট ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হারে সেমিফাইনাল খেলার স্বপ্নও কঠিন হয়েছে পাকিস্তানের জন্য। এবারই প্রথম হয়তো ভারতের হার মেনে নিতে পারছে না পাকিস্তানের সাবেকরা। দলটির সাবেক অধিনায়ক সেলিম মালিক বলেই ফেলেছেন ইচ্ছে করে হেরেছে ভারত।
মালিক বলেন, ‘ভারত কখনো চাইবে না পাকিস্তান এগিয়ে যাক।’ সেই অনুষ্ঠানে থাকা আরেক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ বলেন, ‘আপনি এটাই মনে করেন?’ এরপর হেরে রিয়াজের কথায় সম্মতিও দিয়েছেন তিনি।
ভারত শুরু থেকেই আফ্রিকার বিপক্ষে ভালো খেলতে পারেনি। এছাড়াও ক্যাচ মিসের সাথে রান আউট মিস ছিল যেন বোনাস। যদিও ক্রিকেটে এসব হতেই পারে। তবুও ভারতের এমন হারকে খুব সহজে নিচ্ছে না পাকিস্তানের ভক্তরাও।
ভারতের ম্যাচ চলাকালীন শোয়েব আখতার বলেছিলেন, 'আমি বলেছিলাম পাকিস্তানের জন্য ভারতের জেতা উচিত। তারা তো পাকিস্তানকে শেষ করে দিচ্ছে। চার ব্যাটার আউট হয়ে গেল!’
উল্লেখ্যঃ পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত হেরেছিল ৫ উইকেটে।
-নট আউট/এমআরএস