03/13/2025 আফগানদের ‘বিদেয়’ করে টিকে রইল শ্রীলঙ্কা
নট আউট ডেস্ক
২ নভেম্বর ২০২২ ০০:০৩
নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে আফগানিস্তান। লঙ্কানদের বিপক্ষে সুপার টুয়েলভে বাঁচা মরার ম্যাচে রশিদ খানদের হার ৬ উইকেটের বড় ব্যবধানে। অন্যদিকে দুই জয়ে সেমিফাইনালে স্বপ্ন কিঞ্চিৎ বেঁচে থাকল এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার।
ব্রিসবেনে এদিন টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানের সংগ্রহ গড়ে আফগানিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে ধনাঞ্জয়া ডি সিলভার হাফ সেঞ্চুরিতে ৯ বল আগেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে, শুরুতেই ওপেনার প্রাথুম নিশাঙ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন কুশল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা। তবে দলীয় পঞ্চাশ পার করার আগেই ২৫ রান করা কুশলের উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর আসালাঙ্কাকে সঙ্গে নিয়ে দলকে কক্ষপথে রাখেন ডি সিলভা৷
এই জুটিতে ভর করে দলীয় একশ পূর্ণ করে লঙ্কানরা। হাফ সেঞ্চুরি তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভা। ১৯ রান করে আসালাঙ্কা ফিরলে ভাঙে এই জুটি৷ চর্তুথ উইকেটে ভানুকা রাজাপাকসের সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান সিলভা।
যদিও জয় থেকে মাত্র ৩ রান দূরে থাকতেই সাজঘরে ফিরেন ভানুকা। শেষ পর্যন্ত ৬ উইকেট ও ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। আফগানিস্তানের পক্ষে দুইটি করে উইকেট নেন রশিদ খান ও মুজিব উর রহমান।
এর আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানের সংগ্রহ গড়ে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন ওপেনার গুরবাজ। এছাড়া আরেক ওপেনার উসমান ঘানি করেন ২৭ রান। ইব্রাহিম জাদরান করেন ২২ রান। শ্রীলঙ্কার পক্ষে তিনটি উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুটি নেন লাহিরু কুমারা।
-নট আউট/টিএ