03/14/2025 বাংলাদেশকে সমীহ করছে ভারত
নট আউট ডেস্ক
২ নভেম্বর ২০২২ ০১:৩২
নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে আগামীকাল মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এই ম্যাচে সাকিব বাহিনীদের সমীহ করছেন রোহিত শর্মাদের গুরু রাহুল দ্রাবিড়।
দ্রাবিড় বলেন, ‘বাংলাদেশ খুব ভালো দল, তাই তাদের যথেষ্ট সমীহ করি আমরা। টি-টোয়েন্টি ফরম্যাট এমনই, যেখানে আগে থেকে কিছু বলা যায় না। দুটো শট এদিকে ওদিকে চলে গেলেই জয় ও পরাজয়ের মধ্যে ফারাক হয়ে যেতে পারে।’
এবারের বিশ্বকাপে বেশ কিছু চমক ঘটেছে। যেমন উইন্ডিজের বিদায়, আয়ারল্যান্ডের কাছে ইংল্যান্ডের হার, পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের জয়। ফলে ফেভারিট তকমা গায়ে লাগানোর সুযোগ নেই বড় দলগুলোর। বাংলাদেশ দলপতি ভারতকে এগিয়ে রাখলেও দ্রাবিড়ের কন্ঠে ছিল সমীহ।
দ্রাবিড় বলেন ‘চলতি বিশ্বকাপেই এমন অনেক ম্যাচ হয়েছে, যেখানে অঘটন ঘটেছে। ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচই দেখুন। অস্ট্রেলিয়ার উইকেট ও কন্ডিশনও বিভিন্ন দলের মধ্যে পার্থক্য ঘুচিয়ে দেওয়ার বড় কারণ। তাই যেভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের জন্য পরিকল্পনা করা হয়েছিল, বাংলাদেশ ম্যাচের জন্যও তেমনটাই করা হবে।’
উল্লেখ্যঃ আগামীকাল বাংলাদেশ সময় দুপুর দুইটায় অ্যাডিলেটে মুখোমুখি হবে দুই দল। শেষ চারে জায়গা পেতে জয়ের বিকল্প নেই।
-নট আউট/এমআরএস