03/15/2025 ভারত-পাকিস্তানের বিপক্ষে জিতলে আপসেট হবে: সাকিব
স্পেশাল করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২২ ০৫:১৮
স্পেশাল করেসপন্ডেন্টঃ অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ একের পর এক আপসেট, হ্যাটট্রিকের রোমাঞ্চ উপহার দিয়েছে। বিরসিক বৃষ্টিও হানা দিয়েছে বিশ্বকাপে। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের নজর এখন আপসেটের দিকে। বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের শেষ দুটি ম্যাচে আপসেটের আনন্দ পেতে চান তিনি।
অ্যাডিলেডে আগামীকাল ভারত ও ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ-ভারত ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। এই দুই ম্যাচের অন্তত একটিতে জয় পায় বাংলাদেশ, তবে সেটি হবে আপসেট।
সাকিব এমনটাই মনে করেন। অ্যাডিলেডে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য হলো, বাকি দুই ম্যাচ খুব ভালোভাবে খেলা। দুই ম্যাচের কোনটিও যদি জিততে পারি, আপসেট হিসেবে গণ্য হবে। সেই আপসেটটা করতে পারলে আমরা খুশি হব। না করতে পারলে বেশি কিছু বলার নেই।’
তিনি আরও বলেন, ‘ভারত এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট নই, বিশ্বকাপ জিততে এখানে আসিনি। এখান থেকেই আপনি পরিস্থিতি বুঝতে পারবেন। আমরা ভালো করেই জানি, ভারতের বিপক্ষে জিতলে এটি আপসেট হবে। আমরা চেষ্টা করব সেরা খেলাটি খেলতে এবং আপসেট করতে।’
সাকিবের মন্তব্য আসলে বাস্তবতা। কারণ ক্রিকেটে দুনিয়ায় ভারত, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের শক্তিমত্তার পার্থক্য অনেক। ভারতের বিরুদ্ধে টি-২০ তে ১১ ম্যাচ খেলে বাংলাদেশের জিতেছে একবার। বিশ্বকাপে তিন ম্যাচ খেলে একবারও ভারতকে হারাতে পারেনি টাইগাররা। টি-২০ তে পাকিস্তানের বিপক্ষে ১১ ম্যাচে বাংলাদেশের জয় দুটি। বিশ্বকাপে ৫ ম্যাচের সবকটিই জিতেছে পাকিস্তান।
বিশ্বকাপে এবার নামিবিয়া শ্রীলঙ্কাকে, স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে, আয়ারল্যান্ড ইংল্যান্ডকে, জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়েছে। এসব আপসেটই সাকিবকে প্রেরণা যোগাচ্ছে।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দুই দল কাগজে-কলমে আমাদের চেয়ে অবশ্যই ভালো। তবে আমরা যদি ভালো খেলি, আমাদের যদি দিন থাকে তাহলে কেন পারব না? এই বিশ্বকাপেই আমরা দেখেছি আয়ারল্যান্ড ইংল্যান্ডকে, জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়েছে। ওরকম একটা ফল হলে অবশ্যই আমরা খুশি হব।’
-নট আউট/এমজেএ/টিএ