03/15/2025 ভারতের বিপক্ষে লড়তে প্রস্তুত টাইগাররা
স্পেশাল করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২২ ০৫:৩৪
স্পেশাল করেসপন্ডেন্টঃ মাঠের ক্রিকেটে দুই দলের শক্তিমত্তায় ব্যবধান অনেক। আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে ভারত। মাঠের লড়াই, সাংগঠনিক দক্ষতায়ও এগিয়ে ভারত। তারপরও দুই দলের লড়াইয়ে বেশ উত্তেজনা সঞ্চার হয় দুই দেশে। বিশেষ করে ক্রিকেটপ্রেমীদের মাঝে। অনেক সময় কথার লড়াই হতেও দেখা যায়।
অ্যাডিলেড ওভালে আগামীকাল বুধবার টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি জিতলে সেমিফাইনালের লড়াইয়ে এগিয়ে যাবে টাইগাররা। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
সাকিব বলেন, ‘আমার মনে হয় না এটি কোনো সমস্যা হবে। কারণ আমরা মানসিকভাবে তৈরি আছি খেলার জন্য। অবশ্যই আমার ধারণা, গ্যালারি ভরা থাকবে, কারণ আমরা ভারতের বিপক্ষে খেলব। তারা অস্ট্রেলিয়ার যেখানেই খেলে, সবসময় অনেক দর্শক পায়। আশা করি, রোমাঞ্চকর ম্যাচ হবে ও আমাদের দল উপভোগ করবে।’
এই অ্যাডিলেডে ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। ওই ম্যাচের দলে থাকা সাকিব, তাসকিন, সৌম্য এবারও বিশ্বকাপ দলে আছেন। সবকিছু ঠিক থাকলে আগামীকালও তাদের ম্যাচ খেলার কথা রয়েছে।
অতীতের সুখস্মৃতিকে অবলম্বন করে এবার ভারতের সঙ্গেও ভালো কিছুর আশায় আছেন সাকিব, ‘ভারতীয় দল এখানে কত টেস্ট ম্যাচ খেলেছে, কতবার ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। আমাদের প্রায় সবার জন্য নতুন, সম্ভবত আমি ও তাসকিন বাদে। তো স্বাভাবিকভাবেই একইরকম অনুভূতি না অবশ্যই। আমাদের যেটা চেষ্টা থাকবে মাঠে শতভাগ দেওয়া এবং দলের জন্য ভালো ফল নিয়ে আসা।’
-নট আউট/এমজেএ/টিএ