03/15/2025 জিম্বাবুয়েকে পাত্তাই দিল না ডাচরা
নট আউট ডেস্ক
২ নভেম্বর ২০২২ ২৩:১৫
নট আউট ডেস্কঃ সেমির দৌড়ে আগেই ছিটকে পড়েছিল নেদারল্যান্ডস। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে দেওয়া জিম্বাবুয়ের সামনে সেই আশা কিঞ্চিৎ ছিল বেঁচে। এমন সমীকরণ মাথায় রেখেই ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল জিম্বাবুইয়ানরা। তবে, মাঠের খেলায় দাপট দেখিয়ে সুপার টুয়েলভে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ডাচরা।
অ্যাডিলেইডে এদিন আগে ব্যাট করে ডাচ বোলারদের তোপে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সহজ লক্ষ্য তাড়ায় ওপেনার ম্যাক্স ও'দাউদের হাফ সেঞ্চুরিতে,১২ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নেদারল্যান্ডস।