03/13/2025 পাকিস্তানের প্রত্যেকে ম্যাচ উইনার: বাবর
নট আউট ডেস্ক
৪ নভেম্বর ২০২২ ২০:৩০
নট আউট ডেস্কঃ চলতি বিশ্বকাপে টানা দুই ম্যাচ হেরে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিল বাবর বাহিনী। তবে পরের দুই ম্যাচ জিতে টিকে রয়েছে সেমির দৌঁড়ে। পরের ম্যাচে বাংলাদেশের সাথে জিতলেও তাকিয়ে থাকতে হবে আরও দুইটি ম্যাচের দিকে। তবে সেসবে মনোযোগ না দিয়ে সেমিতে যেতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টার কথা জানিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে বাবর বলেন, দলের পারফরম্যান্সে আমরা খুবই খুশি। আমি আর রিজওয়ান ভালো করছি না, কিন্তু হারিস ভালো করছে। সে অন্যরকম খেলোয়াড়। শাদাব ও ইফতেখার অসাধারণ খেলে ইনিংসটি শেষ করেছে। আমাদের এই সেরা একাদশের প্রত্যেকেই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। প্রত্যেকেই ম্যাচ উইনার।
বিশ্বকাপে ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে শেষ বলে হারের মুখ দেখতে হয়েছে পাকিস্তানকে। শেষ ম্যাচে বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলটির জয় ৩৩ রানে। আফ্রিকার হারে জমে উঠেছে পয়েন্ট টেবিল। গ্রুপ-২ থেকে সেমিফাইনাল নিশ্চিত হবে আগামী ৬ নভেম্বর।
উল্লেখ্য: ৬ নভেম্বর মাঠে নামবে সেমির আশায় বুক বাঁধা ভারত,দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও বাংলাদেশ।
-নট আউট/এমআরএস