03/13/2025 আইসিসি থেকে আলাদা সুবিধা পায় না ভারত
নট আউট ডেস্ক
৫ নভেম্বর ২০২২ ২১:০২
নট আউট ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং বিতর্ক থামছে না কোনভাবেই। ভারত-পাকিস্তান ম্যাচের পর বাংলাদেশ-ভারতের ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অনেকে। পাকিস্তানের শহিদ আফ্রিদি সরাসরি বলেছিলেন, ‘আইসিসি ভারতকে সেমিফাইনালে তুলতে চায়।
আফ্রিদির সহ সকলের কথার জবাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি রজার বিনি। বিসিসিআই সভাপতির মতে ভারতকে আলাদা কোন সুযোগ-সুবিধা দেয়না আইসিসি।
রজার বিনি বলেন, ‘এভাবে বলা ঠিক হয়নি। আইসিসি আমাদের পক্ষ নেয় বলে মনে করি না। সবাইকে সমান চোখেই দেখা হয়। তাই ওই অভিযোগের কোনো জায়গাই নেই। অন্য দলগুলোর চেয়ে আমরা বেশি কী পেয়ে থাকি? ভারত ক্রিকেটের বড় শক্তি হতে পারে, কিন্তু সবাইকে সমান চোখেই দেখা হয়।’
ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে আফ্রিদি বলেছিলেন, ‘টিভির পর্দাতেই দেখা গেছে, সাকিব এ (মাঠ ভেজা) নিয়ে কথা বলেছে। দেখতেই পারছেন মাঠ ভেজা ছিল। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিলেন। ক্রিকেট–বিশ্ব জানে, তাঁরাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন।’
-নট আউট/এমআরএস