03/14/2025 সেরা বিশ্বকাপে নিজের পারফরম্যান্সে অসন্তুষ্ট সাকিব
নট আউট ডেস্ক
৭ নভেম্বর ২০২২ ০৩:১০
নট আউট ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে হারে সেমিফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। হতাশার দিনে তুষ্ট থাকা যায় সাফল্যের বিচারে। কেননা অতীতের কোন আসরেই মূল পর্বে দুই বার বিজয় উল্লাস করা হয়নি লাল সবুজ প্রতিনিধিদের। বাংলাদেশ অধিনায়ক নিজেও মানেন এটিই সেরা বিশ্বকাপ। সেই সাথে নিজের পারফরম্যান্স নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় সাকিব আল হাসান।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সাকিব বলেন, ‘ফল হিসেবে আমাদের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে আমরা সুযোগ পেয়েছিলাম, আরও ভালো করতে পারতাম। তবে নতুন খেলোয়াড় এসেছে, অনেক পরিবর্তন হয়েছে। এর চেয়ে কম (বেশি) আশা করতে পারি না।’
এবারের বিশ্বকাপে সাকিবের সংগ্রহ পাঁচ ম্যাচে ছয় উইকেট। ওভার প্রতি খরচ করেছেন প্রায় ৯ রান। ব্যাট হাতেও সুবিধা করতে পারেননি বিশ্বসেরা অলাউন্ডার। পুরো আসরে করেছেন ৪৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে ২৩ রানের ইনিংস পাঁচ ম্যাচে সর্বোচ্চ।
নিজের পারফরম্যান্স ও আগামী বিশ্বকাপ প্রসঙ্গে সাকিব বলেন, বাংলাদেশের হয়ে যত দিন সম্ভব খেলে যেতে চাই। তবে আমাকে ফিট থাকতে হবে, পারফর্ম করতে হবে। অবশ্যই নিজের পারফরম্যান্সের দিক দিয়েও এটি আদর্শ কিছু ছিল না। আরও ভালো করতে পারতাম। তবে হ্যাঁ, ফিট থাকতে পারলে, দলের জন্য অবদান রাখতে পারলে খেলতে ভালো লাগবে।’
-নট আউট/এমআরএস