03/15/2025 ফাইনালে চোখ আফ্রিদির
নট আউট ডেস্ক
৭ নভেম্বর ২০২২ ০৩:৩৩
নট আউট ডেস্কঃ বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। বাংলাদেশের দূরন্ত শুরুর পর অল্প রানে আটক করার বড় কারিগর ছিলেন পাক পেসার শাহিন আফ্রিদি। চার ওভারে ২২ রান খরচে নিয়েছেন চার উইকেট। ম্যাচ সেরা পুরস্কার হাতে জানিয়েছেন নিজের ভাবনার কথা।
আফ্রিদি বলেন, আমি দিন দিন উন্নতি করছি। চোট কাটিয়ে ফিরে আসার পর ১৪০ রানে বল করা সহজ নয়। গত কয়েক ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি। দলের ভালো বোলিং করার জন্য আমাকে দরকার ছিল। আমরা আসলে ফাইনালের অপেক্ষায় আছি।
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে উইকেট শূন্য থাকলেও শেষ তিন ম্যাচে ঝুঁলিতে যোগ করেছেন ৮ উইকেট। সেমিফাইনালের আগে নিশ্চয়ই পাকিস্তান দলের জন্য বড় স্বস্তি শাহিনের ফর্মে ফেরা।
-নট আউট/এমআরএস