03/13/2025 আম্পায়ার দেখেও দেখে না : এবাদত
নট আউট ডেস্ক
৭ নভেম্বর ২০২২ ০৪:১৯
নট আউট ডেস্কঃ ভারত ম্যাচের পর সেমিফাইনাল স্বপ্নের দিনেও আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের শিকার বাংলাদেশ। ব্যাট ছুঁয়ে প্যাডে লাগা বলে আউট হয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রযুক্তির সাহায্য নিলেও আসেনি কোন পরিবর্তন। এর পরই ছন্ন ছাড়া বাংলাদেশ করতে পারেনি চ্যালেঞ্জিং স্কোর। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন পেসার এবাদত হোসেন।
সম্প্রচারকারী টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে এবাদত বলেন, ‘দেখেন আম্পায়ার দেখেও দেখতেছে না। দেখেও ভুল করছে। এগুলো তো আমাদের বিপক্ষে যাচ্ছে সবকিছু। সব সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে।’
এবাদত যোগ করেন, সাকিব ভাই আমাদের অন্যতম অভিজ্ঞ ব্যাটার। উনার আউট এমন হলে আমাদের জন্য বড় ক্ষতি। সাকিব ভাই যদি উইকেটে থাকতো, তাহলে আমাদেরও বাকি উইকেটগুলো পড়তো না। '
সাকিবের উইকেট বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা মনে করে দিয়েছেন এবাদত। এবাদত বলেন 'উনার উইকেট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। উনার উইকেটের পরই কিন্তু আরও দুইটা উইকেট পড়ে গেছে। উনি যদি উইকেটে থাকতো, সিদ্ধান্তটা আমাদের পক্ষে আসলে তো বাকি উইকেটগুলো পড়তো না। স্বাভাবিক না? দেখেন, আম্পায়ার দেখেও দেখে না! দেখেও ভুল করছে। এগুলো তো আমাদের বিপক্ষে যাচ্ছে সবকিছু। সব সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে। '
-নট আউট/এমআরএস