03/13/2025 সেমিফাইনালে পাকিস্তান বিপদজনক দল: সাউদি
নট আউট ডেস্ক
৮ নভেম্বর ২০২২ ০২:০৩
নট আউট ডেস্কঃ গেল আসরে দাপটের সাথে সেমিফাইনালে জায়গা নিলেও ফাইনাল খেলা হয়নি পাকিস্তানের। চলতি আসরে এক প্রকার ধুঁকতে ধুঁকতে জায়গা হয়েছে শেষ চারে। ফাইনালে যাওয়ার মিশনের পাকদের হালকা ভাবে নিবে না নিউজিল্যান্ড।
কিউই পেসার টিম সাউদি বলেন, ‘সেরা চারে ওঠা প্রত্যেক দলের সুযোগ আছে। সম্প্রতি আমরা পাকিস্তানের বিপক্ষে অনেক খেলেছি। আমাদের জানা আছে তারা বিপদজনক দল। তাদের কৃতিত্ব দিতে হয়। সম্ভবত তারা হয়তো মনেই করেনি তাদের সুযোগ খুব বেশি নেই কিন্তু তারা আরেকবার ভালো খেললো। সেমিফাইনালে তারা বড় হুমকি হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ঘরের মাঠে পাকিস্তানের কাছে হেরেছিল নিউজিল্যান্ড। পাকিস্তানকে সমীহ করলেও নিজেদের ভালো খেলা নিয়ে আশাবাদী সাউদি।
সাউদি বলেন, ‘পাকিস্তান ভালো একটা দল এবং বুধবার তাদেরকে পেছনে ফেলতে আমরা সেরাটা দিতে যাচ্ছি। সেমিফাইনাল রোমাঞ্চকর। আশা করি আমরা আমাদের ভালো খেলা অব্যাহত রাখবো।’
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত এই দুল দল ২৮ বার মুখোমুখি হয়েছে। যেখানে ১৭ বার পাকিস্তান ও ১১ বার জয় পেয়েছে নিউজিল্যান্ড।
-নট আউট/এমআরএস