03/14/2025 সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ গুনাথিলাকা
নট আউট ডেস্ক
৮ নভেম্বর ২০২২ ০২:১৩
নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে যৌণ হয়রানির দায়ে গ্রেপ্তার হয়েছিলেন লঙ্কান তারকা দানুশকা গুনাথিলাকা। এই ঘটনায় তাকে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করলো শ্রীলংকা ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে এসএলসি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটি সবধরণের ক্রিকেট থেকে অনতিবিলম্বে দানুশকা গুনাথিলাকাকে নিষিদ্ধ করছে। এবং অস্ট্রেলিয়ায় যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত ও গ্রেফতার হওয়া গুনাথিলাকাকে নির্বাচকরা আর বিবেচনা করবে না।’
গুনাথিলাকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ২৯ বছর বয়সী এক মহিলা। পুলিশ সূত্রে জানা যায় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল তাদের। প্রথম দেখার পরই এই অভিযোগ আসে ওই মহিলার পক্ষ থেকে। চলতি সপ্তাহের প্রথম দিকেই ঘটে এই ঘটনা। সেদিনই সিডনি পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করে।
-নট আউট/এমআরএস