03/14/2025 দুই সেমির আম্পায়ারদের নাম ঘোষণা
নট আউট ডেস্ক
৮ নভেম্বর ২০২২ ০৬:০৯
নট আউট ডেস্কঃ শেষের শুরুর দিকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। পরদিন অ্যাডিলেইড ওভালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।
দুই সেমিফাইনাল পরিচালনাকারী ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মারাইস এরাসমাস ও রিচার্ড ইলিংওর্থ। থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড কেটেলবার্গ। চতুর্থ আম্পায়ার থাকবেন মাইকেল গফ। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ক্রিস ব্রোড।
দ্বিতীয় সেমি অর্থাৎ ভারত-ইংল্যান্ড মুখোমুখি লড়াইয়ে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন কুমার ধর্মসেনা ও পল রাইফেল। থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস গাফানি। আর চতুর্থ আম্পায়ার থাকবেন রড টাকার। ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব পালন করবেন ডেভিড বুন।
আগামী ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। সেই ম্যাচে পরিচালনার দায়িত্বে কারা থাকবে তা প্রকাশ পাবে সেমিফাইনাল শেষে।
-নট আউট/এমআরএস