03/15/2025 সমালোচনা নয়, ভালো খেলার দিকে নজর ছিল
নট আউট ডেস্ক
৮ নভেম্বর ২০২২ ২৩:০৩
নট আউট ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। তবে এই ব্যাটারকে নিয়ে সমালোচনা হয়েছে ব্যাপক। বিশেষ করে ভারতের বিপক্ষে ২৫ বলে ২১ রানের ব্যক্তিগত মন্থর ইনিংস বাংলাদেশকে ডুবিয়েছে বলে মনে করেন অনেকে। বিশ্বকাপ চলাকালীন কোন সমালোচনায় মনোযোগ দেননি বলে জানিয়েছেন এই বাঁহাতি ওপেনার। নিজের ফোকাস ছিল ভালো খেলার দিকে।
দেশে ফিরে বিমানবন্দরে শান্ত বলেন, ‘আমাকে নিয়ে অনেক কথা হয়েছে। আসলে আমি ওদিকে একদম ফোকাসই দিইনি। আমি আমার খেলাতে মনোযোগ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাট আমি মনে করি, এখান থেকে যেন আরও ভালো করতে পারি সামনে সেই চেষ্টা থাকবে।’
৫ ম্যাচে ৩৬ গড়ে ১৯০ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। স্ট্রাইক রেটও খারাপ নয়। প্রায় ১১৫ এর কাছাকাছি। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৯ নম্বরে আছেন তিনি। অথচ লিটন দাস ছাড়া বাংলাদেশের আর কোনও ব্যাটারই আসরে একশ রান পার হতে পারেননি। লিটনের রান ১২৭।
-নট আউট/এমআরএস