03/14/2025 আইপিএলে তাসকিনকে ভয়ংকর বোলার হিসেবে দেখছেন চোপড়া
নট আউট ডেস্ক
৯ নভেম্বর ২০২২ ০১:৪৯
নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের সাফল্য দুই ম্যাচে। এই দুই ম্যাচেই আবার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তাসকিন আহমেদ। সম্প্রতি দারুণ ছন্দে রয়েছে। ফলে দেশের গন্ডি ছাপিয়ে বাইরেও তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
তাসকিনের সামর্থ্য নিয়ে কথা বলেছেন ভারতের ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। আকাশের মতের আইপিএলে সুযোগ পেলে দারুণ করবেন তাসকিন।
নিজেদের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘তাসকিন দুর্দান্ত একজন বোলার, তার বলে পেস আছে। গত আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাকে ডেকেছিল, তবে বিসিবি ছাড়পত্র দেয়নি। এবার যদি ছাড়পত্র পায়, তাহলে ভয়ংকর বোলার হতে পারে তাসকিন। কারণ, নতুন বলে উইকেটরক্ষক ও তাসকিনের মধ্যেই শুধু খেলা হয়! ব্যাপারটা এমন নয়, সে শুধু অস্ট্রেলিয়ার মাঠেই ভালো করেছে। তাকে সব মাঠেই সম্মান দিতে হবে। ’
আকাশ চোপড়া আরো বলেন, ‘ডেথ ওভারে তাসকিন খরুচে। তাঁকে যদি পাওয়ারপ্লেতে ২-৩ ওভার ও ১২-১৩ ওভারের দিকে বাকি ওভার করানো হয় তাহলে প্রতি ম্যাচে ৩ উইকেট পেতে পারে সে। ’
-নট আউট/এমআরএস