03/15/2025 আইপিএলের মিনি নিলাম ২৩ ডিসেম্বর
নট আউট ডেস্ক
১০ নভেম্বর ২০২২ ০৩:৫০
নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বরে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে ভারতের কোচি। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে আইপিএল সংশ্লিষ্টরা।
আইপিএলের নিলামের সম্ভাব্য ভেন্যু হিসেবে নাম ছিল তুরস্কের ইস্তানবুলের। কেননা আয়োজক কমিটি ভারতের বাইরেই করতে চেয়েছিল আইপিএলের নিলাম। অবশ্য বেঙ্গালুরুরও ছিল সম্ভাব্য ভেন্যুর তালিকায়।
আইপিএল থেকে আয় উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাওয়ার কারণেই ভারতের বাইরে নিলাম আয়োজন করতে চেয়েছিল সংশ্লিষ্টরা। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর আপত্তি থাকায় শেষ পর্যন্ত ভারতের মাটিতেই হচ্ছে নিলাম।
-নট আউট/এমআরএস