03/13/2025 রশিদকে পেছনে ফেলে শীর্ষে হাসারাঙ্গা
নট আউট ডেস্ক
১০ নভেম্বর ২০২২ ০৬:০৪
নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টির বোলিং র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন শ্রীলংঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আইসিসির নতুন হালনাগাদকৃত র্যাংকিংয়ে রশিদ খানকে পেছনে ফেলেছেন তিনি।
হাসারাঙ্গার বর্তমান রেটিং পয়েন্ট ৭০৪, আর রশিদ খানের ৬৯৮।
৬৯০ রেটিং নিয়ে তিনে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড।
এর পরে রয়েছেন তাবরাইজ শামসি, অ্যাডাম জাম্পা, মুজিব উর রহমান জাদরান ও স্যাম কারান। এছাড়া আদিল রশিদ অষ্টম, অ্যানরিখ নরজে নবম ও মহেশ থিকশানা দশম স্থানে রয়েছেন।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানই। দুইয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবি। ব্যাটিংয়ে শীর্ষে ভারতের সূর্যকুমার যাদব। দুইয়ে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তিনে ডেভন কনওয়ে, চারে বাবর আজম।
-নট আউট/এমআরএস