03/13/2025 পাকিস্তানের সঙ্গী হবে কে?
নট আউট ডেস্ক
১০ নভেম্বর ২০২২ ০৭:০৭
নট আউট ডেস্কঃ পাকিস্তান দলের মেন্টর ম্যাথু হেইডেন বলেছিলেন, এবার পাকিস্তানের কাছ থেকে কেউ পরিত্রাণ পাবে না। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের জয়ও পেয়েছে দলটি। দ্বিতীয় সেমিফাইনাল না হওয়া পর্যন্ত বড় প্রশ্ন কে হবে পাকিস্তানের প্রতিপক্ষ?
অ্যাডিলেড ওভালে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ধুঁকতে থাকা পাকিস্তানের শেষ চার নিশ্চিতের পর অনেকে মেলবোর্নের মেগা ফাইনালে ভারত ও পাকিস্তানকে কল্পনা করেছে। পাকিস্তান কিউই বাঁধা টপকিয়েছে দাপটের সাথে। এবার পালা ভারতের।
এদিকে ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করার স্বপ্নে বিভোর ২০১৬ আসরের রানার্সআপ ইংল্যান্ড। দলটির অধিনায়ক জস বাটলার ইতিমধ্যে বলেছেন, ভারত শক্তিশালী দল হলেও ভারত-পাকিস্তান ফাইনাল যেন না হয় তার সব প্রচেষ্টা তারা চালাবে। বাটলারদের প্রচেষ্টা সত্যি আগামী ১৩ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে থ্রি-লায়ন্সরা।
-নট আউট/এমআরএস