03/15/2025 ফাইনালে ভারতকে চায় পাকিস্তান
নট আউট ডেস্ক
১০ নভেম্বর ২০২২ ০৮:১৯
নট আউট ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের গেল আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান৷ এবার লড়াই করতে হয়েছে মূল পর্বের শুরুতে৷ ডাচদের কল্যানে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে জায়গা করেছে শেষ চারে৷ অতপর নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাবর আজমের দল৷
আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড৷ অ্যাডিলেইডে জয়ী দল টিকিট পাবে মেগা ফাইনালের৷
ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাবেক ক্রিকেটারদের অনেকে চায় ভারত-পাকিস্তান ফাইনাল৷ ফাইনাল উপভোগ করতে সাধারন ক্রিকেট প্রেমীদের চাওয়াও অনেকটা এমন৷ পাকিস্তান দলের পরামর্শক ম্যাথু হেইডেন নিজেও প্রতিপক্ষ হিসেবে ভারতকেই চাচ্ছেন৷
সেমিফাইনালের পর তিনি বলেছেন, ‘দুর্দান্ত। আজকের রাতটি খুব বিশেষ। আমাদের জন্য কিছু জিনিস বেরিয়ে এসেছে। সবাই বাবর ও রিজওয়ানের কথা বলবে, কিন্তু বোলিং আক্রমণ অবিশ্বাস্য কাজ করেছে। বাবর-রিজওয়ান পাকিস্তানের হয়ে অনেক বছর ধরে এটা করছে আর আমি হ্যারিসের কথাও উল্লেখ করতে চাই। ’
‘বোলারদের মানিয়ে নিতে হয়েছিল আর আমরা শাহিনকে ব্যাক করতে পেরেছি এবং দৌড় করাতে পেরেছিলাম। ছেলেরা যদি একবার রিভার্স সুইং পেয়ে যায় তাদের সামলানো কঠিন হয়ে যাবে। হ্যারিস ১৫০ কিলোমিটার বেগে বল করতে পারে। এটা দেখার জন্যই আমি ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে চাই। এটা অকল্পনীয় হবে। ’
-নট আউট/এমআরএস