03/14/2025 বাংলাদেশ সফরে আসছে ভারত ‘এ’ দল
নট আউট ডেস্ক
১০ নভেম্বর ২০২২ ০৮:৩৮
নট আউট ডেস্ক: আগামী মাসের শুরুতে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে ভারতীয় ক্রিকেট দল৷ রোহিত- কোহলিদের আগে অবশ্য বাংলাদেশে আসবে দেশটির এ দল৷ আগামী ২৫ নভেম্বর তাদের বাংলাদেশ সফর শতভাগ নিশ্চিত বলা চলে৷
বাংলাদেশে পৌঁছে তিনদিনের অনুশীলন পর্ব শেষ করে ২৯ নভেম্বর বাংলাদেশ এ দলের বিপক্ষে প্রথম চারদিনের টেস্ট ম্যাচ খেলবে৷ সফরের দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচটি হবে ৬ ডিসেম্বর৷ ৯ ডিসেম্বর নিজ ঘরে ফিরে যাবে ভারতীয় এ দল৷
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাতে জানানো হয়েছে এসব তথ্য৷ তবে টেস্ট ম্যাচ দুটি কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে সেটি এখনো নির্ধারণ করা হয়নি।
বাংলাদেশ-ভারত দ্বৈরথ শুরু হবে আগামী ৪ ডিসেম্বর৷ মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল৷ এরপর ৭ ও ১০ ডিসেম্বর এই মাঠে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
ওয়ানডে সিরিজ শেষে ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ। ২২ ডিসেম্বর ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।
-নট আউট/এমআরএস