03/14/2025 অনিশ্চয়তা থেকে ভারত বধের নায়ক
নট আউট ডেস্ক
১১ নভেম্বর ২০২২ ০৬:৫৪
নট আউট ডেস্কঃ ভারতকে দশ উইকেটে হারানোর ম্যাচে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অ্যালেক্স হেলস। অথচ এই ডানহাতি ব্যাটারের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার কথাই ছিল না। জনি বেয়ারস্টোর ইনজুরিতে ডাক পড়েছিল হেলসের। ম্যাচ শেষে জানিয়েছেন নিজের আবেগের কথা।
হেলস বলেন, ‘আমি কখনো ভাবিনি এই বিশ্বকাপ খেলতে পারবো। আজকের এই অনুভূতি আমার জন্য বিশেষ কিছু। এই দেশে খেলতেও আমি ভালোবাসি। আর জস বাটলার ছিলেন তার জায়গায় অবিশ্বাস্য।’
ভারতের বিপক্ষে স্নায়ুচাপের সেমিতে ৪৭ বলে ৮৬ রান করেন হেলস। ৪টি চারের সাথে ছক্কা হাকিয়েছেন ৭টি। ব্যক্তিগত ২৮ বলে পূরণ করেছিলেন অর্ধশত রান।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগেই দল থেকে বাদ পড়েছিলেন হেলস। মাঝের সময় আসেনি সুযোগ। ওপেন সিক্রেট ছিল ম্যানেজম্যান্টের সাথে খারাপ সম্পর্কের কারনে ডাক পড়েনি জাতীয় দলে। ফেরার আসরে বনে গেলেন নায়ক। জীবন বুঝি এমনই।
-নট আউট/এমআরএস