03/13/2025 খেলেই ট্রফি জিতুক ইংল্যান্ড কিংবা পাকিস্তান
নট আউট ডেস্ক
১২ নভেম্বর ২০২২ ০৪:০৭
নট আউট ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিমত্তায় পিছিয়ে থাকা দলগুলো যেমন হতাশ করেছে বড় দলগুলোকে। তেমনি বড় বাধা হিসেবে রাজত্ব করেছে বৃষ্টি। দক্ষিণ আফ্রিকার জেতা ম্যাচে বাগড়া দিয়েছে প্রকৃতি। শেষ পর্যন্ত দলটির খেলা হয়নি শেষ চার। দুই সেমিফাইনালে বৃষ্টি বাঁধা না হলেও ফাইনালে দিচ্ছে চোখ রাঙানি।
শুক্রবার সকালে ব্যুরো অব মেটিওরোলজি এক বিবৃতিতে জানায়, রোববার ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টির শঙ্কা রয়েছে ৯৫ শতাংশ। তারা বলছে, ‘বৃষ্টির প্রবল শঙ্কা (প্রায় ১০০ শতাংশ)। ব্রজসহ ভারি বৃষ্টিপাত হতে পারে।’
আগামী রবিবার বাংলাদেশ সময় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দুপুর দুইটায় শুরু হবে মেগা ফাইনাল। বৃষ্টির শঙ্কায় সেমিফাইনালের আগে নতুন নিয়ম করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আগামীকাল বৃষ্টির কারনে ম্যাচ ভেস্তে গেলে খেলা হবে সোমবার। যদিও সেদিনও খেলা না হয় তাহলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দুই দলকে।
দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবারও ৫ থেকে ১০ মিলিমিটার বৃষ্টির শঙ্কা রয়েছে ৯৫ শতাংশ।
-নট আউট/এমআরএস