03/13/2025 বাটলারের ভয় পাকিস্তানের পেস ইউনিট!
নট আউট ডেস্ক
১২ নভেম্বর ২০২২ ২২:০৭
নট আউট ডেস্কঃ বর্তমান সময়ের সেরা পেস ইউনিট দলের বিপক্ষে আগামীকাল ট্রফি জয়ের চূড়ান্ত ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ক্রিকেট দল। অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে দশ উইকেটে হারালেও ফাইনালে পাকিস্তানের পেস ইউনিটকে সমীহ করছেন বাটলার।
ইনজুরি থেকে ফিরে প্রথম দুই ম্যাচে উইকেট শূন্য থাকা শাহিন আফ্রিদি পরের চার ম্যাচে নিয়েছেন দশ উইকেট। এছাড়াও হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিমও রয়েছেন দূর্দান্ত ছন্দে।
পাকিস্তান পেসার প্রসঙ্গে বাটলার বলেন, পাকিস্তান সবসময় মানসম্পন্ন ফাস্ট বোলার তৈরির জন্য সুপরিচিত। পাকিস্তানের ফাইনালে ওঠার বড় অংশ দলটির ফাস্ট বোলাররা। তাদের বিপক্ষে অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে।
ইয়ন মরগানের অবসরের পর ইংল্যান্ড দলের দায়িত্বে এসেছিলেনে বাটলার। ভারতের বিপক্ষে সিরিজ হার দিয়ে শুরু হলেও বিশ্বকাপ মঞ্চে এক সুতোয় বেঁধেছেন দলকে। এর আগে ইনজুরির কারনে খেলা হয়নি পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ।
বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে মঈন আলীর নেতৃত্বে ৭ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ইংল্যান্ড। ফাইনালে সেটিকে অনুপ্রেরণা হিসেবে দেখলেও দুই কন্ডিশনের কথা মাথায় রেখেছেন থ্রি লায়ন্স অধিনায়ক।
বাটলার বলেন, পাকিস্তানে ইংল্যান্ডের সাম্প্রতিক সিরিজ জয় রবিবারের ফলাফলে সামান্য প্রভাব ফেলবে।“যদিও আমরা একে অপরকে বেশ কয়েকটি ম্যাচ খেলেছি, এখানে মেলবোর্নে পাকিস্তানের সিরিজ থেকে কিছুটা আলাদা হতে চলেছে।
-নট আউট/এমআরএস