03/13/2025 ট্রফির লড়াইয়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন লারা, শচীনের ভাবনায় ইংল্যান্ড
নট আউট ডেস্ক
১৩ নভেম্বর ২০২২ ০৩:০১
নট আউট ডেস্কঃ মেলবোর্নে আগামীকাল ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ দিয়ে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলতি আসরের। এই মেগা ফাইনালে পাকিস্তানকে এগিয়ে রাখছেন উইন্ডিজ গ্রেট ব্রায়ান লারা। এদিকে শচীন টেন্ডুলকার এগিয়ে রাখছেন ইংল্যান্ডকে।
লারা বলেন ‘আমি মনে করি, ব্যক্তিগত খেলোয়াড়দের নৈপুণ্যের দিক থেকে পাকিস্তান টিম বেশ ভালো। ইংল্যান্ডও খুব সুগঠিত ক্রিকেট খেলছে। তবে আমি ট্রফিটি এশিয়ায় দেখতে চাই।
শচীন বলেন, ‘গ্রাউন্ড ডাইমেনশন দেখে, আমি ইংল্যান্ডকেই ভোট দেব। পাকিস্তানের গতি আছে। ওরা সঠিক সময়ে সেরা ছন্দে ফিরেছে। কিন্তু ইংল্যান্ড স্কোয়ার অফ উইকেট খেলতে পারবে। মেলবোর্নে যেখানে বাউন্ডারি লম্বা। সোজা সীমানা ছোট। সেখানে তারা সুবিধে পাবে।
-নট আউট/এমআরএস