03/13/2025 পাকিস্তানকে নিয়ে ভয় থাকলেও বাটলারদের ছন্দে ভরসা রাখছেন রুট
নট আউট ডেস্ক
১৩ নভেম্বর ২০২২ ২২:১৩
নট আউট ডেস্কঃ বৃষ্টি-বিতর্ক, অঘটনের গল্প শেষে মেগা ফাইনালের অপেক্ষা ক্রিকেট দুনিয়া। রবিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে পাকিস্তানকে সমীহ করলেও ট্রফি জয়ে আত্মবিশ্বাসী বাটলার। তেমনি ছন্দে থাকা পুরো দলের উপর আস্থা রাখছেন ইংলিশ সাবেক টেস্ট অধিনায়ক জো রুট।
রুট মনে করেন, ফাইনালে নিজেদের সেরা খেলাটা খেলেই পাকিস্তানের মতো বিপজ্জনক দলকে হারাতে হবে।
রুট বলেন, দলটিতে ম্যাচ জেতাতে পারে, এমন দারুণ কিছু খেলোয়াড় আছে। দুর্দান্ত কিছু বোলার এবং মেধাবী কিছু ব্যাটসম্যান আছে। দুই তারকা বাবর-রিজওয়ানকে নিয়ে অনেক কথা হচ্ছে। লম্বা সময় ধরে এই সংস্করণে তারা বেশ ধারাবাহিক।
বাটলারদের নিয়ে রুটের ভাবনা, ইংল্যান্ড সঠিক সময়েই নিজেদের ছন্দ খুঁজে পেয়েছে। অসাধারণ পারফরম্যান্স ছিল। সঠিক সময়েই তারা উড়তে শুরু করেছে। আমি মনে করি, এখন পর্যন্ত দলটি নিজেদের সেরাটা দেখিয়েছে। টপ-অর্ডারে কী দুর্দান্ত পারফরম্যান্স ছিল দুজনের!
২০০৭ সালে প্রথম বারের অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। একবছর বাদে তৃতীয় আসরে ইংল্যান্ড। দুই দলের সামনে সুযোগ ট্রফি জয়ের সংখ্যা বাড়ানোর।
-নট আউট/এমআরএস