03/14/2025 চলতি মাসেই বিপিএলের প্লেয়ার্স ড্রাফট
নট আউট ডেস্ক
১৩ নভেম্বর ২০২২ ২৩:০৯
নট আউট ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ ২৩ নভেম্বর। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে মাঠে গড়াবে নবম আসর।
বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ঈসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, ২৩ নভেম্বর প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ। তবে এ নিয়ে আবারও আলোচনা হবে। এরপর ড্রাফটের তারিখ বদলাতেও পারে। এখন পর্যন্ত অবশ্য ২৩ নভেম্বর সামনে রেখেই প্রস্তুতি চলছে।
ইতোমধ্যেই সরাসরি সাইনিংয়ে বেশ কয়েকজন তারকাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে আছেন শোয়েব মালিক, ক্রিস গেইলদের মতো অভিজ্ঞ ও মোহাম্মদ রিজওয়ান-শাহিন শাহ আফ্রিদির মতো সময়ের সেরা তারকারা।
-নট আউট/এমআরএস